গ্রীষ্মের দুপুরে ক্যামেরা কাঁধে ঝুলিয়ে মা-ছেলের ঘুরে বেড়ানো….. আর আমার গ্রীষ্মের আনন্দের রঙগুলোকে কে ক্যামেরাবন্দী করা……. এই তো বেশ মা-ছেলের কাটানো স্বপ্নিল মুহুর্তগুলো….
আজকাল সব কিছুকেই ক্যামেরাবন্দী করতে ইচ্ছে করে। মনে হয়, ইস একটু পরেই যদি না থাকি এই সুন্দর পৃথিবীতে….. আমার ছেলে একসময় বড় হয়ে তার মায়ের তোলা এই মুহুর্তগুলো দেখবে। হয়তো এরই মাঝে সে আমার স্পর্শ খুঁজে পাবে!
Leave a Reply