
দেখিনি আকাশের মাঝে সমুদ্রের মিশে যাওয়া….
দেখিনি প্রগাঢ় অন্ধকারের বুকে মিটিমিটি তারার খেলা…
বহুদূর থেকে আঁধারের আলোয়
সমুদ্রতটে মুক্তোর মেলা।
বহুদূর থেকে আঁধারের আলোয়
সমুদ্রতটে মুক্তোর মেলা।
শুনিনি বিনিদ্র প্রহরের ফাঁকে
সমুদ্র আর মেঘের গর্জনের এক হওয়া,
কিংবা প্রচন্ড ঝড়ের রাতে
দু’জনেতে হারিয়ে যাওয়া!
হারিয়ে ফেলেছি শৈশব-কৈশরের
দামাল উন্মাদনা,
কিন্তু রয়ে গেছে তোমাকে জয় করার
মাতাল লাগামহীণ উত্তেজনা!!
দামাল উন্মাদনা,
কিন্তু রয়ে গেছে তোমাকে জয় করার
মাতাল লাগামহীণ উত্তেজনা!!
চারিদিকের লাল আর ধূসরের
মাঝে হারিয়ে ফেলেছি নিজেদের,
তাই স্মৃতিগুলো দীর্ঘশ্বাস হয়ে
অ্যালবামের পাতায় হারিয়ে যায়;
কিংবা আমি এইখানে
অথচ আমার আত্মা অন্য কোন শৈশবকে
বহু যোজন দূরে খুঁজে বেড়ায়।।
মাঝে হারিয়ে ফেলেছি নিজেদের,
তাই স্মৃতিগুলো দীর্ঘশ্বাস হয়ে
অ্যালবামের পাতায় হারিয়ে যায়;
কিংবা আমি এইখানে
অথচ আমার আত্মা অন্য কোন শৈশবকে
বহু যোজন দূরে খুঁজে বেড়ায়।।
Leave a Reply