সেই শৈশব পথ-চলা গল্প দুজনার,
বুঝে না বুঝে, ভালবেসে না বেসে;
সেই পিচের রাস্তায় বিরামহীণ হেঁটে চলা…..
নীলের নীচে, সবুজের কাছে, পিচের কংক্রিটে….
স্মৃতিগুলো এখনও রঙ্গিন, শুধু তোমাকে ছোঁয়া যায় না!
কেনো মনে হয় সব থেকেও কিছুই নেই তুমি ছাড়া।
ভালবাসা মানে তোমার-আমার পাগলামি,
কাকভেজা হাওয়া, ঘন কুয়াশায় হাত ধরা…
হাজার তারার নিচে ধোঁয়া ওঠা….
ভালবাসা মানে তোমার-আমার দুরন্তপনা,
অজানাতে নির্ভরতা…
মাঝরাতে ঘুমন্ত শহরের নিয়ন আলোয়;
অন্ধকার পাড়ে নিশ্চপে হাত ধরা,
স্মৃতিগুলো এখনও রঙ্গিন, শুধু তোমাকে ছোঁয়া যায় না!
কেনো মনে হয় সব থেকেও কিছুই নেই তুমি ছাড়া।
Leave a Reply